শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড

Taj Afridi
  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মার্চ) দুপুরে, ভোলার ভেদুরিয়া ও তুলাতলি সংলগ্ন মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদুয়ানুল ইসলাম ও আবু আবদুল্লাহ খান জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি পৃথক দল মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযানে নামে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করায় ভেদুরিয়া ও তুলাতলী পয়েন্ট থেকে ২৮ জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৭ জনকে মুক্তি দিয়ে বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রম্যমাণ আদালত। এছাড়া জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.