সকালে বন্দরে পৌঁছালে জাহাজ কুলিশ ও সুমেদাকে, রীতি অনুযায়ী অভিবাদন জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল।
এরআগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের সফরসীমার পৌঁছালে তাদের স্বাগত জানায় বানৌজা গোমতী। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা এবং নাবিকরা মোংলা এবং খুলনার দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধ ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন দুই জাহাজের অধিনায়করা।
তিনদিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ১০ই মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজ দুটি। শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সম্পর্কে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করে নৌবাহিনী।