সোমবার সকালে তদন্ত কমিটির সদস্যরা, চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজন্সের কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তার সাথে আলোচনা করেন। পরে কমিটির প্রধান ছগির মিয়া জানান, নিখোঁজ রুবেলের অবস্থান পরিষ্কার করতে সবকিছু সমন্বয় করেই তদন্ত করা হবে। তারই অংশ হিসেবে কারাগারের ভেতর ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
গেল শনিবার বন্দি গণনার সময় হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলের নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসে কারা কর্তৃপক্ষের। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে দুই কারারক্ষীকে।