শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

উড়ে গেল বাংলাদেশ দল শেহবাগের তাণ্ডবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ে উড়ন্ত সূচনা করল স্বাগতিক ভারত।

বাংলাদেশ দলের বিপক্ষে ১১০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ১১৪ রানের জুটি গড়ে ৫৯ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন দুই ওপেনার শেহবাগ ও শচীন টেন্ডুলকার।

দলের জয়ে ৩৫ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন শেহবাগ, এছাড়া ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার শচীন।

শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজিমউদ্দিনের ৪৯ রানের পরও ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দল।

এদিন ওপেনিং জুটিতে ৮ ওভারে ৫৯ রান সংগ্রহ করেন জাতীয় দলের সাবেক তারকা দুই ওপেনার নাজিমউদ্দিন ও জাভেদ ওমর বেলিম।

এরপর মাত্র ২৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে মাত্র ১২ রানে প্রজ্ঞান ওঝার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাভেদ ওমর বেলিম। ৯ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার নাজিমউদ্দিন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাঁ-হাতি স্পিনে বিভ্রান্ত হন তিনি। তার আগে ৩৩ বলে আট চার ও এক ছক্কায় খেলেন ৪৯ রানের ঝকঝকে ইনিংস।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ রফিক। ইউসুফ পাঠানের বলে তারই সহোদর ইরফান পাঠানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ রফিক (১)।

জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবাল ফেরেন ১০ বলে মাত্র ৭ রান করে। ৬ বলে মাত্র ৩ রানে যুবরাজ সিংয়ের দ্বিতীয় শিকারে পরিনত হন হান্নান সরকার। জাতীয় দলের সদ্য সাবেক তারকা বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২ রান করে রান আউট হন।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন মোহাম্মদ শরীফ। মনপ্রীত গনির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে মুনাফ প্যাটেলের হাতে ধরা পড়েন তিনি।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এক মাত্র ব্যতিক্রম ছিলেন রাজিন সালেহ। তিনি টি-টোয়েন্টির ম্যাচটি খেলেছেন টেস্টের আদলে। ২৪ বলে মাত্র ১২ রান করে ভিনয় কুমারের বলে বোল্ড হয়ে ফেরেন সালেহ।

শেষ দিকে হাল ধরতে পারেননি খালেদ মাহমুদ সুজন ও আলমগীর কবিররা। ৭ বলে ৭ রানে আউট সুজন। শূন্য রানে ভিনয় কুমারের বলে আলমীর কবির বোল্ড হলে ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও ভিনয় কুমার। একটি করে উইকেট নেন মনপ্রীত গনি ও ইউসুফ পাঠান।

আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.