গবেষকেরা বলছেন, সহিংসতা উসকে দেওয়ার ভিডিও সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপটি।
ডিজিটাল অধিকার গোষ্ঠী মিয়ানমার আইসিটি ফর ডেভলপমেন্ট (মিডো) জানিয়েছে, বিক্ষোভকারীদের আতঙ্কগ্রস্ত করে তুলতে পোস্ট করা সামরিক সরকারপন্থী ৮০০ ভিডিও পেয়েছে তারা।
এমন এক সময় এসব ভিডিও ছাড়া হয়েছে, যখন জান্তাবিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্যানুসারে, বুধবারেই কেবল ৩৮ জন নিহত হয়েছেন।
মিডোর নির্বাহী পরিচালক এইচটেইক এইচটেইক অং বলেন, আতঙ্ক ছড়িয়ে দিতে উর্দিপরা সেনা ও পুলিশের শত শত ভিডিও রয়েছে টিকটকে।
এ নিয়ে মিয়ানমারের সেনা সরকারের মন্তব্য চাওয়া হলে তারা সাড়া দেয়নি।
গেল ফেব্রুয়ারির শেষ দিকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরার দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে সেনাবাহিনীর এক সদস্য বলছেন, আমি তোমাকে গুলি করব, নোংরা মুখ… এবং আমি সত্যিকারের বুলেট ব্যবহার করব।