শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আর এই কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১৩ ডিসেম্বর) চাঁদপুরে মেঘনা নদীপাড়ের হাইমচরের লামচর এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিন শতাধিক দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং একই সঙ্গে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে এমন মানবিক সেবা পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রা।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের উপকূল ও দুর্গম চরাঞ্চলের দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসাসেবার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের হাইমচরে তিন শতাধিক মানুষকে এমন মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
এদিকে, চাঁদপুরের হাইমচরে এই কার্যক্রমে চিকিৎসক হিসেবে অংশ নেন, কোস্টগার্ডের লে. কমান্ডার ডা. ইমরান জুয়েল, লে. ডা. জান্নাতুল ফেরদৌসসহ একদল চিকিৎসক।