সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হওয়া এ পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে পরীক্ষার সময় ও মান কমানো হয়েছে। আর ফলাফল নির্ধারিত হবে এইচএসসির লিখিত পরীক্ষা এবং জেএসসি ও এসএসসির ফলাফল মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং করে। কোনো কারণে লিখিত পরীক্ষা না হলে এর বিকল্প হিসেবে থাকছে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন।
বিজ্ঞান শাখায় ২৫টি এমসিকিউ’র মধ্যে ১২টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১ ঘণ্টা ১৫ মিনিট। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩০টি এমসিকিউ’র মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১ ঘণ্টা ১৫ মিনিট।
এছাড়াও গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় হলো-পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে ঢুকে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরির কারণ উল্লেখ করতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু মোবাইলফোন ব্যবহার করতে পারবেন, সেটাও ফিচারফোন হতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বহন করা যাবে না এবং কেন্দ্রে বের করা যাবে না। অনিবার্য কারণে কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট দেরিতে শুরু হবে, তত মিনিট সময় পরীক্ষার্থীদের দিতে হবে।