বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে অর্ধেকভাড়া কার্যকর ও শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধ করার দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাফপাস নিশ্চিত করার দাবি ছিল। কিন্তু, তা বাস্তবায়ন হয়নি। উল্টো বাস পরিবহণ শ্রমিকরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে তাদের অর্ধেক ভাড়া নেয়ার বিষয়টি কার্যকর করতে হবে।
এদিকে, ঢাকা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা সে প্রস্তাব প্রত্যাখান করেন।