মঙ্গলবার রেকর্ড দামে বিক্রি হলো ‘দিয়েগো অ্যান্ড আই’ নামের চিত্রকর্মটি। ফ্রিদার আঁকা আত্মপ্রকৃতি গুলোর মধ্যে এটি অন্যতম। শিল্পকর্মটি কিনেছেন আর্জেন্টিনার এক যাদুঘর প্রতিষ্ঠাতা এদুয়ার্দো এফ কোসানতিনি। এর আগে শিল্পকর্মটি ১৯৯০ সালে ১৪ লাখ ডলারে বিক্রি হয়। মেক্সিকোর বাইরে ফ্রিদার ছবি বিক্রির ক্ষেত্রে দেশটির সরকারের নিষেধাজ্ঞা আছে। সেইদিক থেকে এই চিত্রকর্মের বিক্রি একটি বিরল ঘটনা। বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী ফ্রিদা কাহলো। নিজের আত্মপ্রতিকৃতির জন্য যিনি বিখ্যাত । তার ব্যক্তিজীবনের বিচ্ছেদ, বিরহ চিত্রায়িত হয়েছে তার আকাঁ বিভিন্ন আত্মপ্রকৃতিতে। এছাড়া তার শিল্পকর্মগুলিতে স্থান পেয়েছে মেক্সিকান আদিবাসীদের সংস্কৃতিও।
এর আগে, ২০১৮ সালে দিয়েগো রিভেরার একটি শিল্পকর্ম ৯ দশমিক ৭৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। দিয়েগো রিভেরার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক ছিল ফ্রিদা কাহলোর।
‘দিয়েগো ওয়াই ইয়ো’ নামের শিল্পকর্মটি ফ্রিদা কাহলোর বিখ্যাত আত্মপ্রতিকৃতিগুলোর মধ্যে অন্যতম।
শিল্পকর্মটিতে দেখা যাচ্ছে, অশ্রুসিক্ত কাহলোর কপালে দিয়েগো রিভেরার মুখ এবং রিভেরার কপালে একটি চোখ আঁকা।
মঙ্গলবার সোথেবির নিলামে শিল্পকর্মটিকে কাহালোর আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানায়, আর্জেন্টিনার এক জাদুঘরের প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো এফ. কোসান্টিনি শিল্পকর্মটি কিনে নিয়েছেন।
১৯৯০ সালে এটি ১ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।