দূষণ রোধ সোমবারের মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া লকডাউনের ঘোষণাও দেয়া হতে পারে বলে জানিয়েছেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।
শনিবার বায়ু দূষণ সংক্রান্ত এক মামলার শুনানির সময় পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। এই নির্দেশের পরই দূষণ মোকাবিলায় সোমবার থেকে দিল্লির সব স্কুল ও সরকারি ও বেসরকারি অফিস এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বায়ু দূষণের মান সূচক শুক্রবার ৫০০ নিচে থাকলেও শনিবার তা ৫৫০ এ পেরিয়ে যায় যাকে গুরুতর বিপজ্জনক বলা হয়। সুপ্রিম কোর্টের উদ্বেগ প্রকাশের দিনেই সুইজারল্যান্ডের ‘আইকিউএয়ার’ সংস্থা বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের ১০ শহরের একটি তালিকা প্রকাশ করেছে যেখানে দিল্লি রয়েছে এক নম্বরে।