নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হয়েছেন গতবারের সফল মহিলা মেম্বার হয়ে প্যানেল চেয়ারম্যান-৩ হওয়া আসমা আহমেদ রিতা। তার ওয়ার্ড সমূহের কল্যাণে কাজ করেছেন নিবেদিত হয়ে মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার। তিনি এবারও গতবারের ন্যায় বই প্রতিক নিয়ে নির্বাচন করছেন প্রার্থী হয়ে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আসমা আহমেদ রিতা বলেন,
আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় গতবারের মতো এবারও আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের একান্ত সহযোগীতা এবং অফুরন্ত ভালোবাসায় আমি সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হয়েছি। আমি আপনাদেরই এলাকারই স্থায়ী বাসিন্দা। গতবারের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলেন। সেজন্য শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আমার ওয়ার্ডবাসীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে। জানিনা, কতটুক সফল হয়েছি। তবে, আমার অসামাপ্ত চলমান কাজগুলো সফলতায় রূপ দিতে পূনরায় আপনাদের ভোট কামনা করছি। আল্লাহ্ সহায় হলে, আপনাদের আন্তরিক সমর্থন ও ভোটের রায়ে বিজয়ী হলে কথা দিচ্ছি আমি সুখে দুঃখে আপনাদের সাথী হবো।
দেশ এবং মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়াই এখন আমার মূল ও প্রতিপাদ্য বিষয়। প্রতিদান হিসেবে কিছুই চাইনা। চাই শুধু, অকৃত্রিম দোয়া এবং ভালোবাসা। যা আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে।আমাকে আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে বাধিত করবেন। সকলের কাছে দোয়া প্রার্থী।