দেশটির সিডনি এভিয়েশন অ্যালায়েন্সের কাছে বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছে বিমানবন্দর বোর্ড। অস্ট্রেলিয়ার সীমান্ত আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেয়ার কয়েক দিনের মধ্যেই বিমানবন্দরটি বিক্রির ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হল। শেয়ারবাজারে তালিকাভুক্ত অস্ট্রেলিয়ার একমাত্র বিমানবন্দর এটি। করোনা মহামারির কারণে এটিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই অনেক দিন ধরেই বিমানবন্দরটি বিক্রির প্রস্তাব আসছিল।
কভিডজনিত নিষেধাজ্ঞা শিথিলের পর আন্তর্জাতিক ভ্রমণ শুরুর মধ্যেই অস্ট্রেলিয়ার বৃহত্তম ও একমাত্র তালিকাভুক্ত বিমানবন্দর বিক্রির বিষয়টি সামনে এল। বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন করতে গতকাল একটি স্কিম বাস্তবায়ন দলিল তৈরি করা হয়েছিল। আগামী জানুয়ারিতে একটি স্কিম মিটিং হবে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালনা করা সংস্থাটি।
এর আগে গত সেপ্টেম্বরে এসএএ শেয়ারপ্রতি ৮ দশমিক ২৫ অস্ট্রেলীয় ডলারের বিনিময়ে বিমানবন্দরটি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল। শেয়ারপ্রতি ৮ দশমিক ৭৫ অস্ট্রেলীয় ডলারের নতুন প্রস্তাবটি আগেরটার চেয়ে ৬ শতাংশ বেশি। এর পরই সংস্থাটির বোর্ড চুক্তিতে পৌঁছতে সম্মত হয়।