মধ্যপাড়া এলাকায় চট্রগ্রাম-খুলনা আঞ্চণিক সড়কের ব্রিজ দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এ ব্রিজের উভয় পাশে আটকা পরেছে দুই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর নতুন করে অস্থায়ী বেইলি সেতু নির্মাণ কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সংস্কার শেষে যান চলাচল স্বাভাবিক হবে। তবে এতে ১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়ছে শরীয়তপুর সওজ।
এই সড়ক দিয়ে চট্রগ্রামের সঙ্গে খুলনা, বরিশাল, বেনাপোলসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে থাকে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্রগ্রাম থেকে বরিশালগামী একটি লোহার কাঁচামাল বোঝাই ট্রাক মধ্যপাড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের অন্তত ১০ ফুট এলাকা দেবে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি অক্ষত অবস্থায় ব্রিজ থেকে নামতে সক্ষম হওয়ায় কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরসিসি ব্রিজের ওপরে অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সওজ।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী জাহাঙ্গীর হোসেন কালের কণ্ঠকে বলেন, প্রকৌশলীদের সিদ্ধান্ত অনুযায়ী ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছি।