মাগুরা জেলায় সাইদুজ্জামানের বাড়ি
সীমাখালি এলাকায়। খুব কষ্ট করেই চলতো তার জীবন-জীবিকা। পরে পরিবার ও আত্মীয়-স্বজনদের সহয়োগিতায় একটু আর্থিকভাবে স্বচ্ছলতার জন্য পাড়ি জমান মালেশিয়ায়। টাকা উপার্জনের জন্য দশ বছর পরিবার ছাড়া পরবাসী ছিলেন। গত কয়েক বছর আগে দেশে আসেন তিনি। নিজের জমানো টাকা আর ব্যাংক ঋণ নিয়ে কেনেন একটি ট্রাক। প্রতিমাসে ঋণের কিস্তা জমা দিয়েও ভালোই চলছিল তার সংসার। প্রতিদিনের মতো ট্রাকে দেশের বিভিন্ন জায়গায় মাল নিয়ে যেতেন তার ড্রাইভার। গতকাল বুধবার বেনাপোল থেকে সুতা লোড দিয়ে ঢাকায় আসছিলেন তার গাড়িচালক শহিদুল। হঠাৎ শহিদুল সকাল ১০টার দিকে ফোন করে তাকে জানান, পদ্মা পাড়ি দেওয়ার সময় পাটুরিয়া ঘাটে ট্রাক বহনকারী আমানত শাহ ফেরি ডুবে গেছে। ফেরির সাথে তার গাড়িটিও পদ্মায় তলিয়ে গেছে। খবর পেয়েই সাইদুজ্জামানের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
সাইদুজ্জামানের সঙ্গে কালের কণ্ঠের এই প্রতিবেদকের কথা হয় পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে। তিনি বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ডুবে যাওয়া ফেরির দিকে। আর অপেক্ষায় রয়েছেন কখন তার ট্রাকটি ওপরে তুলে আনবেন উদ্ধারকর্মীরা। আক্ষেপের সুরে বলতে থাকেন, এ পর্যন্ত ছয়টি ট্রাক উদ্ধার করা হয়েছে। কিন্তু আমার ট্রাকটি কোথায় আছে তাও জানতে পারিনি। ট্রাকের আয় দিয়েই সংসার আর ব্যাংক লোন দিতাম। এখন কী করবো কোথায় যাবো! আমার আর কিছুই রইলো না। যদি ট্রাকটি উদ্ধার করা হয় তাহলেও অনেক টাকা ডেমারেজ লাগবে।
অভিযোগের সুরে তিনি আরো বলেন, দুই দিন ধরে ফেরি ডুবলেও উদ্ধারকর্মীরা তার ট্রাকটি কোথায় আছে তা শনাক্ত করতে পারেননি। যে ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে তা আবার নদীর পাড়ে নদীর পানির মধ্যে রাখা হচ্ছে। এতে ক্ষতি আরো বাড়বে বলেও তিনি জানান। সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন তিনি।
ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, তাদের গাড়িটি ঢাকা (মেট্রো-ট- ২২৩০৮৮) নম্বর ছিল। ফেরি ডুবে গাড়িটি তলিয়ে যাওয়ায় তার মালিকের সাথে সাথে নিজের পরিবার নিয়ে কীভাবে চলবেন তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
সাইদুজ্জামানের মতো কথায় হয় আরেক ট্রাকমালিক শোয়েবের সাথে। তিনিও জমি মর্টগেজ দিয়ে ঋণ করে একটি ট্রাক কিনেছিলেন। তারও এখন পথে বসা ছাড়া উপায় নেই। শোয়েব বলেন, যারা অনেক গাড়ির মালিক তারা হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু আমাদের যারা ঋণ করে গাড়ি কিনেছি তাদের অবস্থা কী হবে? তাই সরকার যেন আমাদের সহায়তা করে পুনর্বাসন করে।
গতকাল বুধবার সকালে যানবাহন বোঝাই আমানত শাহ নামের একটি রোরো ফেরি পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছে উল্টে যায়। ফেরিতে থাকা যানবাহন ডুবে যায় পানিতে।