মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

৬০ সেন্টিমিটার ওপরে, আকস্মিক বন্যা তিস্তার পানি বিপৎসীমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ঢল ও অতিবৃষ্টিতে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে অসময়ের বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরের কয়েকটি এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়া উঠতি আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

এদিকে নদীর এ পানি বৃদ্ধির ফলে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্ণা, সানিয়াজান ও গড্ডিমারীসহ জেলার বেশ কয়েকটি ইউনিয়নের তিস্তা তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাতীবান্ধার একটি পাকা রাস্তা ভেঙে বন্যার পানি উপজেলা সদরের দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.