গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর ৬টার দিকে ওই দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করতে পরেনি কর্তৃপক্ষ।
ভুক্তভোগী দোকান মালিক রমেশ চন্দ্র দাসের অভিযোগ, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়নি। পরিকল্পিতভাবে তার দোকানে আগুন দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। তিনি কামদিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক।
এ ঘটনার পর দুপুরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পুলিশ প্রশাসনসহ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, বিষয়টি ‘পরিকল্পিত’ কি না তদন্ত ছাড়া বলা যাবে না।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, এ বিষয়ে মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।