কালকিনি উপজেলায় মনাই হোসেন নামে এক ইউপি সদস্যের বসতঘরে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউপি পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করার সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটি উড়ে যায়। এ সময় ছয়জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন বেপারি (৪৫) ও সুমন সিকদারকে (৩০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বেলায়েত কবিরাজ বলেন, আমরা বোমার শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি রক্ত পড়ে রয়েছে। বোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। দুজনকে বরিশালে পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।