চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে কাউছার আহমেদ নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাউছার আহমেদ (৪১) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ধর্ষককে গ্রেফতারের বিষয়টি অবহিত করেন কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন।
তিনি জানান, ধর্ষক কাউছার আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে গত ১৮ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে দফায় দফায় জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।
বিষয়টি নিয়ে ভিকটিম শুক্রবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর রাতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়।