জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনাসভা। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিপুর স্কুল সংলগ্ন খেলার মাঠে গাড়ীদহ মডেল ইউনিয়ন বিট পুলিশিং এই অনুষ্ঠানের আয়োজন করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যেকোনো মূল্যে যৌন হয়রানি বন্ধ করা হবে। সমাজ থেকে রুখতে হবে জঙ্গিবাদ, মাদক ও যৌন সন্ত্রাস। এসব অপরাধীদের সঙ্গে কোনো আপস নেই। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এসব বিষয়ে গণসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।
জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আরো বলেন, পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। আপনাদের পাশে থেকে সবসময় সেবক হয়ে কাজ করছে। তাই অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) ফয়সাল মাহমুদ। এ ছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাড. গোলাম ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম ওবায়দুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন, গাড়ীদহ কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মোকাব্বর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।