শোক দিবসের কর্মসুচী পালনে গণভোজের জন্য নগরীতে ১৫০টি গরু দিয়েছেন গাজীপুরের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট মো. জাহাঙ্গীর আলম। নগরীর ৫৭টি ওয়ার্ড, আটটি থানা, গুরুত্বপর্রণ স্থান, মাদরাসা ও এতিমখানা এসব গরু বিতরণ করা হয়।
মেয়র অসুস্থ থাকায় তাঁর পক্ষে বাসভবন থেকে গরুগুলো বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় জাতীর জনক ও তার পরিবারসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিষেশ মোনাজাত করা হয়।
মেয়র জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান, বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকেই ভালবাসি। তাঁর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতি করি। তাঁর জন্যই বাংলাদেশ পেয়েছি, পতাকা পেয়েছি। শোক দিবসের জন্য চাঁদাবাজি তাকে কষ্ট দেয়। তাই চাঁদাবাজি বন্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি ভাসবাসা ও শ্রদ্ধা থেকেই প্রতি শোক দিবসের কর্মসূচীর জন্য তিনি নগরীতে গরু বিররণ করেন। আনুসঙ্গিক খরচের জন্য প্রতিটি গরুর সঙ্গে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।