মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা: চিনি চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কুষ্টিয়া সুগার মিলের গুদামে রক্ষিত ৫২ মেট্রিক টন চিনি চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহেরের আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

কুষ্টিয়ায় দুদকের আইনজীবী আল মুজাহিদ মিঠু জানান, এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) মো. আল আমীন, গুদামরক্ষক মো. ফরিদুল হক এবং শ্রমিক সর্দার মো. বশির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন থেকে ২০২১ সালের ১২ জুনের মধ্যে সর্বশেষ ইনভেন্টরি কার্যক্রম হয়। এ সময়ের মধ্যে কুষ্টিয়া সুগার মিলে ২০১৯-২০ অর্থবছরে উৎপাদিত ও গুদামে রক্ষিত ১২১ মেট্রিক টন চিনির মধ্যে ৫২ মেট্রিক টন চিনি চুরির অভিযোগ কর্তৃপক্ষের কাছে আসে। পরে গুদামে রক্ষিত মালামাল নিরীক্ষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গুদামে রক্ষিত চিনি চুরি হলেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করে মিল কর্তৃপক্ষ। পরে চাপের মুখে কারখানা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় জিডি করে। এ জিডির সূত্র ধরে দুদক চিনি চুরির সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে।

দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে প্রতারণাপূর্বক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫০ দশমিক ৭০০ মেট্রিক টন চিনি আত্মসাত করেছে। এসব চিনির বাজারদর ৩৩ লাখ ২০ হাজার ১০০ টাকা।

উল্লেখ্য, কয়েক বছর ধরে লোকসানের কারণে গত আখ মাড়াই মৌসুমে সারা দেশে নয়টি চিনিকল বন্ধ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া চিনিকলও আছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.