শিথিল ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারি যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যানবাহনের অতিরিক্ত চাপ পড়েছে। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
পাঁচশতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পরেছে যাত্রী ও চালকরা। এদিকে, লকডাউন শিথিল হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, লকডাউন শিথিল ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারি যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যানবাহনের অতিরিক্ত চাপ পড়েছে। এ কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।