গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্তের হার ৩৩ দশমিক ১৭ শতাংশ। এদিন ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৪ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে জানান,
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬, সুবর্ণচরে ছয়, হাতিয়ায় তিন, বেগমগঞ্জ ৬৩, সোনাইমুড়ীতে ১৬, চাটখিল ২৬, সেনবাগে ২৯, কোম্পানীগঞ্জে চার, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮, সুবর্ণচরে তিন, হাতিয়ায় এক, বেগমগঞ্জে ৩৫, সোনাইমুড়ীতে ৫৯, চাটখিলে ৬৯, সেনবাগে ২২, কোম্পানীগঞ্জে ৩৩ এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।
আরও জানা যায়, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ২৪৮ জন।