বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দিচ্ছে চীন। ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে ভ্যাকসিন নিয়ে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
এর আগে, গেল ২৯ জুলাই বাণিজ্যিকভাবে সিনোফার্মের কাছ থেকে কেনা ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এছাড়া গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ, এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে করোনা প্রতিরোধে চীনের পক্ষ থেকে ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ ডোজ টিকা আসবে। এরমধ্যে, কোভ্যাক্সের আওতায় আসবে ৩৪ লাখ ডোজ এবং চীন থেকে কেনা আরও ১০ লাখ ডোজ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া আরও ১০ লাখ ডোজ টিকা চীন উপহার দিবে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীতে টিকা আরও আসছে, তখন চাহিদা অনুযায়ী টিকা দেয়া সম্ভব হবে। চীন থেকে ৬ কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষায় যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে।’