তবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা নিতে হবে ওমরাহ পালনকারীদের।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবছর প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। তবে করোনার সংক্রমণ বেশি থাকায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর ও তুরস্কসহ ৯টি দেশের নাগরিক সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ পাচ্ছেন না।
এসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে চাইলে ওমরাহ পালনে আগ্রহীদের তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই দেশটিতে প্রবেশ করতে পারবেন মুসল্লিরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।