গেল ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান শুরু হয়েছে। তখন থেকে সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রের মাধ্যমে টিকা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুরু থেকেই বিভিন্ন হাসপাতালে টিকা কেন্দ্র খুলে দেয়া হচ্ছে করোনার টিকা। তবে, টিকার পরিসর বাড়লে ব্যাহত হতে পারে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা। তাই এখন থেকে টিকাকেন্দ্র হাসপাতালের বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানী ঢাকায় টিকাকেন্দ্র স্থানান্তর হবে মেডিক্যাল কলেজগুলোতে। আর অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্কুল, কলেজ ও কমিউনিটি সেন্টারে টিকাকেন্দ্র হবে। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয়, কমিউনিটি ক্লিনিক কার্যালয়ে হবে টিকাকেন্দ্র। এতে হাসপাতালে চাপ কমবে, করোনাসহ অন্যান্য রোগীদের চিকিৎসা ব্যাহত হবে না বলে জানিয়েছে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিগগিরই টিকাকেন্দ্রগুলো হাসপাতাল থেকে সরানোর কাজ শুরু হবে। ঢাকার বাইরে ১৫ হাজার ২৮৭টি ওয়ার্ডে ১৬ হাজার ১৫৩টি টিম কাজ করবে। প্রতি টিমে ছয়জন করে কর্মী থাকবেন। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক মিলে দুই লাখের বেশি কর্মী টিকাদান প্রক্রিয়ায় যুক্ত হবেন।