বুলেট গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। বুলেটকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক সদর উপজেলার বিছালী গ্রামের শওকত মোল্যা। গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম রাখা হয়েছে বুলেট।
মঙ্গলবার গরুর মালিক শওকত মোল্যা এই প্রতিনিধিকে জানান, বুলেট গরুটির বয়স ৩ বছর ৪ মাস, দৈর্ঘ্য প্রায় ৯ ফুট, উচ্চতা ৭ ফুট, বুকের ব্যাস ৮ ফুট, ওজন ১৬ মণের বেশি। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
গরুর মালিকের দাবি জেলার মধ্যে বুলেট সবচেয়ে বড় গরু। ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনোপ্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই স্বাভাবিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। বিশাল দেহের অধিকারী হওয়ায় প্রতিদিন বুলেটকে দেখতে অনেকেই ভিড় করছেন। মাঝে মধ্যে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে। গরুটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা।
তবে গরুর মালিক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের নিকট বুলেটকে বিক্রি করতে বেশি আগ্রহী।