শুক্রবার সন্ধ্যায় চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টেলিফোনে কথা বলার সময় চীনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। ১৩ই জুন দেশে আসবে এই টিকা।
বিবৃতিতে ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে করোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক জটিল সময় চলছে। চীন বন্ধুপ্রতীম বাংলাদেশে টিকার জরুরি প্রয়োজন ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে উদ্বিগ্ন।
দূতাবাস জানায়, ভবিষ্যতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মহামারির বিরুদ্ধে লড়াই করতে, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন রাজি।
এর আগে, চীন বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।