বৃহস্পতিবার সকালে ঢাকার নীলক্ষেতে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আগামী ১৫ই জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত ৭ কলেজের সব ধরনের পরীক্ষা শুরুর সিদ্ধান্তের প্রেক্ষিতে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
তারা বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা গ্রামে কিংবা ঢাকার বাইরে আছেন। এমন অবস্থায় হুট করে পরীক্ষার সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান এবং হলগুলো খুলে দেবার পর কর্তৃপক্ষকে পরীক্ষার সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এছাড়া তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান স্যারকে স্মারকলিপি দিবে তারা। দাবিগুলো হলো –
১. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে।
২. সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের (ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রকাশ) পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ ও হল খুলে দিয়ে সব পরীক্ষা নিতে হবে।