ভোর থেকেই রাজধানীর আকাশ ছিলো মেঘলা। সকাল ৭টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। এতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলিতে পানি জমে যায়, আর ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। আজ সকাল ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সাথে দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।