বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রেখে বিদেশে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ওপর এই বিধি নিষেধ অবসান চায় বিএনপি। অন্য রাজনৈতিক ও জাতীয় নেতার মতই বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।