এ প্রতিবেদন লেখার সময় দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা উপাচার্যের সম্মেলন কক্ষে অবস্থান করছেন। কক্ষে উপাচার্য (রুটিন দায়িত্ব) উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম অবরুদ্ধ আছেন।
এর আগে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে বেলা এগারটা দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে প্রশাসন মিটিং করছিলেন তারা। সেসময় চাকরি পাওয়া ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে তাদের যোগদানের অনুমিত চান। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে চাকরি পাওয়াদের মধ্যে উচ্চবাক্য বিনিময় হয়। পরে ছাত্রলীগ নেতারা যোগদান করতে না দিলে যাবেন না বলে অবস্থান নিলে রাবি প্রশাসন জরুরি সভায় বসেন। সভা শেষে ফের চাকরি পাওয়া নেতাদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। আলোচনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যোগদানের অনুমিত দেয়া সম্ভব নয় জানালে চাকরি পাওয়া নেতারা ফের উপাচার্যসহ প্রশাসনের সকলকে অবরুদ্ধ করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন বলেন, “আমরা গত ০৬ মে যোগদান করেছি। কিন্তু রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য নিয়ম বর্হিভূতভাবে আমাদের যোগদান করতে দিচ্ছেন না। যা অমানবিক।”