সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে শম্ভু ভূঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহুরুহাট এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক শম্ভুর বাড়ি ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামে। তিনি ওই গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে। রাতে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পাড় হয়ে বিকেলে শম্ভু কহুরুহাট বাজার হয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের তাকে সন্দেহ হওয়ায় তাকে তারা জিজ্ঞাসাবাদ করেন। হিন্দিতে কথা বলায় স্থানীয়রা তাকে ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করেন। পরে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যদের বিষয়টি জানানো হলে তারা এসে শম্ভুকে আটক করে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় অবৈধ অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি সদস্য আজিজুর রহমান।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, ওই ভারতীয় নাগরিক কাজের সন্ধানে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসেন। তার বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।