দলটির অভিযোগ, নির্বাচনে হেরে পশ্চিমবঙ্গের ওপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, প্রতিহিংসার পথে হাঁটছে কেন্দ্র এবং বিজেপি। করোনা ও ইয়াস পরিস্থিতিতে এই বদলির নির্দেশের উদ্দেশ্য শুধু পশ্চিমবঙ্গ সরকারের ক্ষতি করা নয়, বরং এর উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করা।
কলাইকুণ্ডায় মোদিকে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনাচক্রে, এরপরই আলাপনের বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এ নিয়ে কেন্দ্রীর সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল।