দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তাও নেই। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হাঁটুসমান জলে তলিয়ে গেছে শুক্রবার (২৮ মে)।
ঝকঝকে আবহাওয়ার মধ্যেও মহানগরীর খাতুনগঞ্জ, আগ্রাবাদ, নাসিরাবাদ, চান্দগাঁও, জিইসিসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলির সড়ক পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলা।
নগরীর নাসিরাবাদ এলাকার বাসিন্দা আবু তৈয়ব রাইজিংবিডিকে জানান, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নাসিরাবাদ জিইসি এলাকায় প্রধান সড়ক হাঁটুজলে প্লাবিত হয়। এতে দুর্ভোগের মধ্যে রয়েছে নগরবাসী। তবে ভাটির টানে সন্ধ্যার দিকে পানি আবার নেমে গেছে।
নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রোগী নিয়ে আসা আসাদুর রহমান রাইজিংবিডিকে জানান, জেয়ারের সময় মা ও শিশু হাসপাতালের নিচতলা তলিয়ে যাওয়া নিয়মিত দৃশ্য। যথারীতি শুক্রবারও জোয়ারের সময় হাঁটু পানিতে তলিয়ে যায় হাসপাতাল এবং আশপাশের এলাকা। এতে রোগী এবং রোগীর স্বজন এবং চিকিৎসকদের দুর্ভোগ পোহাতে হয়।
আগ্রাবাদ এলাকার বাসিন্দা নুর নাহার বেগম জানান, বৃহস্পতিবার (২৭ মে) এবং শুক্রবার দুই দিন ধরে জোয়ারের সময় পুরো আগ্রাবাদ এলাকা পানিতে প্লাবিত হচ্ছে।
চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হারুনুর রশীদ জানান, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানি নগরে প্রবেশ করছে। সর্বশেষ শুক্রবার দুপুর পৌনে ৩টায় সমুদ্রে জোয়ারের পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৫৮ মিটার।