ইয়াসের কারণে তিনদিন বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া -দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বেলা পৌনে ১২টার দিকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দি।
পান্নালাল নন্দী জানান, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত ২৫ মে বিকেল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে আজকে সকাল ৯টার দিকে এ দুটি নৌপথে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১২টি লঞ্চসহ মোট ৩৪টি লঞ্চ দুটি নৌপথে চলাচল করছে।
এদিকে, সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ৬টি ছেড়ে গেছে।