মহাসড়কের পটিয়ার ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের সামনে মার্সা চেয়ার কোচের সাথে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব উদ্দিন মানিক (৩১)। তিনি পটিয়া উপজেলার লড়িহরা গ্রামের মৃত এয়াকুব আলীর পুত্র। এতে আহত অপর দুই সিএনজি যাত্রী মিতা সরদার (৩৫) ও নাছির উদ্দিনকে (৩৫) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে আইয়ুব উদ্দিন মানিক পটিয়া সদর থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে লড়িহরাস্থ নিজ বাড়িতে ফেরার সময় ইউনিয়ন কৃষি স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মার্সা চেয়ারকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সদ্য বিদেশফেরত যুবক আইয়ুব উদ্দিন মানিক নিহত হন। এতে অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে রেফার করা হয়।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আহতদের প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চমেকে রেফার্ড করা হয়। সংঘর্ষে লিপ্ত দুটি গাড়িই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। জানা যায় ৪ মাসের ছুটি নিয়ে প্রবাস থেকে দুই মাস আগে দেশে আসেন আইয়ুব আলী মানিক। এরই মধ্যে গত একমাস আগে তিনি বিয়েও করেন।