শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

আয় করে প্রশিক্ষণ ফি পরিশোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
ফাইল ছবি

‘শিখুন, আয় করুন, ফি পরিশোধ করুন’ নামে বিশেষ প্রকল্প শুরু করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আগ্রহীরা এখানে অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্রফেশনাল ইউআই/ইউএক্স ডিজাইন, সিসিএনএ (রাউটিং অ্যান্ড সুইসিং) বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

প্রতিষ্ঠানটি ১০ বছরের ইন্ডাস্ট্রিবেসড অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ দেবে। এর উদ্দেশ্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এমন একটি প্রফেশনাল ক্যারিয়ারের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেখানে নিজের প্রতিভা ও দক্ষতায় তারা আকর্ষণীয় উপার্জন করবেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘অনেকে কোর্স করেন, অনলাইনে শেখেন। কিন্তু কাজের সময় সমস্যা হলে সহযোগিতা বা গাইডলাইন পান না। তাদেরকে সার্বিক সহায়তা দিতে ক্রিয়েটিভ আইটির এ আয়োজন।’

তিনি বলেন, ‘এ প্রকল্পে অংশগ্রহণকারীকে ন্যূনতম এইচএসসি পাস ও আবেদনকৃত বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। কোর্সে অংশ নিতে চাইলে ২০ নভেম্বরের মধ্যে lep.creativeit-inst.com ঠিকানায় নিবন্ধন করতে হবে।’

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.