শবে কদরের ছুটিতে রাজধানীর মার্কেটগুলোতে আশানুরূপ ক্রেতা নেই বলে দাবি বিক্রেতাদের। তারা বলছেন, ঈদ ঘনিয়ে আসায় অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে মার্কেটগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের উপস্থিতি। মাস্ক পর়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে মার্কেট কর্তৃপক্ষ উৎসাহিত করলেও ক্রেতারা উদাসীন।
গাউছিয়া মার্কেটে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি মানার কোন বালাই নেই। পণ্যের দাম নিয়েও ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে রয়েছে অসন্তোষ।
নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেটের পাশাপাশি ফুটপাতেও রয়েছে ক্রেতাদের ভিড়।
শুধু ঢাকা এবং এর আশেপাশেই নয় দূর-দূরান্ত থেকেও কেনাকাটা করতে এসেছেন অনেকে। তবে বিক্রেতারা বলছেন যে পরিমাণ ক্রেতার উপস্থিতি সে পরিমাণে বিক্রি নেই।
মার্কেট গুলোর ভিতরে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পর়াসহ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা লক্ষ্য করা গেলেও ফুটপাতজুড়ে বসা দোকানগুলোতে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিতই।