চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজো ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।
সোমবার (১০ মে) সকাল থেকেই বিজিবি সদস্যরা ঘাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। যাত্রীদের ঘাট অভিমুখে যেতে বাধা দিচ্ছেন তারা। তবে তার আগেই ভোররাতে সেহরির সময় অনেক যাত্রী ঘাট এলাকায় ঢুকে যায়।
মানুষের ঢল সামলাতে শিমুলিয়া ফেরিঘাটে ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গত তিন দিন ধরেই শিমুলিয়া ফেরিঘাটে হাজার-হাজার মানুষ ভিড় করছে। এদের সবাই ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যেতে মরিয়া হয়েই যেন ঘাটে আসছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক বাণিজ্য মো. ফয়সাল আহমেদ জানান রোববার (৯ মে) রাত ১০ টা থেকে আজ (সোমবার) সকাল ৬ টা পর্যন্ত ৩৪ বার ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে। প্রতিবারই পণ্যবাহি গাড়িসহ হাজার হাজার যাত্রী নিয়ে গেছে। আজ সকাল সোয়া ৬টায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি ছেড়ে যায়। সেই ফেরিতেও হাজারো যাত্রী ছিলো। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। এ অবস্থা টানা ঈদ পর্যন্ত চলতে পারে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টি আই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় পণ্যবাহী সাড়ে ৩ শতাধিক গাড়িসহ সাড়ে ৪শ’রও বেশি গাড়ি রয়েছে, যা আজ রাতে পারাপার করা হবে। এ ছাড়া এ নৌরুটে সকালে ১টি ফেরি চলাচল করছে। ফেরিতে মূলত অ্যাম্বুলেন্স পারাপার করানো হচ্ছে।