ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১০ মে) সকাল ৮টা থেকে বিশ্বাসপাড়া এলাকার স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
কালিয়াকৈরে থানার উপ পরিদর্শক (এস আই) জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।
স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজও সকাল ৮ টায় কাজে আসেন তারা। কাজে যোগদান করার পরে জানতে পারেন ঈদে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে। পরে কাজ বন্ধ করে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর তারা সড়ক ছেড়ে কারখানার সামনেই বিক্ষোভ করতে থাকেন।
হানিফ মণ্ডল নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাদের ঈদের ছুটি দিয়েছে ৩ দিন। কিন্তু কমপক্ষে আমাদের ১০ দিনের ছুটি দিতেই হবে।