ভারতের মুম্বাইয়ের চিকিৎসক ড. অক্ষয় নইর বলেন, মিউকরমাইকোসিস নামের একধরণের ফাঙ্গাসের আক্রমণে এ রোগ হতে পারে। একে ব্ল্যাক ফাঙ্গাসও বলা হয়। এ ধরনের ফাঙ্গাসের আক্রমণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আক্রান্তের বিভিন্ন অঙ্গ। বিশেষ করে চোখ, নাক, মষ্তিস্ক এবং শ্বাসযন্ত্র। এই ফাঙ্গাসটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়।
তিন মাসে ভারতের পাঁচটি রাজ্য থেকে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৫৮ রোগি পাওয়া গেছে। তারা প্রত্যকেই করোনা থেকে সেরে ওঠার ১২ থেকে ১৫ দিনের মধ্যেই এই ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। তাদের অনেকেই চোখ হারিয়েছেন অনেকেই মারা গেছে।