বৃহস্পতিবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজেদের ও সন্তানের জন্য কেনাকাটা করতে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আসছেন অনেক পরিবার। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও সন্তানের জন্য কিছু কিনবেন বলেই শপিং এ আসা তাদের।
গুলশান বনানীর শপিংমলগুলোয় যারা কেনাকাটা করছেন, তারা কিছুটা নিরিবিলি পরিবেশেই সবকিছু কিনতে পারছেন। বনানী ১১ নম্বর রোডের ব্র্যান্ড শপগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো দেখা যায়।
তবে গণপরিবহণ খুলে দেয়ায় অন্যান্য দিনের তুলনায় শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতি আজ বেশি। রাজধানীর নিউমার্কেট এলাকায় দেখা যায়, ঈদ উপলক্ষে শপিং করতে হাজারো মানুষের ঢল। নেই কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। মহামারি আকার নেওয়া করোনাকে যেন পায়ে মাড়িয়ে চলছে কেনাকাটা। ফুটপাত ও ফুটওভারব্রিজের ওপর ভিড় দেখা যায় সবচেয়ে বেশি। মার্কেটের ভেতরেও প্রায় একই চিত্র। ভিড়ের মধ্যে দোকানে দোকানে ঘুরে শপিং করছেন ক্রেতারা। তাদের দেখে মনে হওয়ার উপায় নেই করোনা মহামারি চলছে।
ব্যবসায়ীরা বলছেন, তারা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন। ক্রেতাদের দিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক না থাকলে দিচ্ছেন না সেবা। তবে নিউ সুপার মার্কেটের কিছু দোকানে স্বাস্থ্যবিধি পালনে দেখা গেছে অনীহা।