গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মুত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে ১০ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি।
শনিবার (১ মে) বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের দেহে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত করা হয়। এছাড়া একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ১০ হাজার ৪৩২ জন। আর মৃত্যের সংখ্যা ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২০ জন, শ্রীপুর উপজেলায় ৬ ও কাপাসিয়া উপজেলায় একজন শনাক্ত হয়েছেন। তবে জেলার কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের কোনো খবর পাওয় যায়নি।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ৭৬ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ৬ হাজার ৮৫১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৮১ জন, শ্রীপুরে ১ হাজার ৩৭ জন, কালীগঞ্জে ৭৯০ জন ও কাপাসিয়ায় ৬৭৩ জন।