দেশটিতে অক্সিজেন ও আইসিইউ শয্যা সংকটে মারা যাচ্ছেন বহু করোনা রোগী। জায়গা না থাকায় রোগীদের গেট থেকেই ফিরিয়ে দিচ্ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতেও মানুষের সেবায় নিঃস্বার্থভাবে এগিয়ে আসছেন অনেকেই।
ভারতের উত্তর প্রদেশে অক্সিজেন ও শয্যা সংকটের কারণে হাসপাতালে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন অসংখ্য করোনা রোগী। অনেকের পক্ষেই দোকানে গিয়ে ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। আবার অনেকের বাড়িতে নেই খাবার।
এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে উত্তর প্রদেশের মুজাফফরনগরের একদল তরুণ। স্থানীয় একটি হাউজিংয়ে করোনা রোগীদের খাবার ও ওষুধ পৌঁছে দিচ্ছেন তারা। শিগগিরই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
হাসপাতালে জায়গা না পাওয়া করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন মুম্বাইয়ের এক অটো ব্যাবসায়ী। বলিউড তারকাদের জন্য বানানো ১৮টি ভ্যানিটি ভ্যানে মুম্বাই জুড়ে করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করেছেন তিনি।
বাড়িতে থাকা গুরুতর করোনা রোগীদের বিনামূল্যে খাবার, জরুরি ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার পরিবহন করছেন রাচির একজন অটোরিকশা চালক। রোগীদের বিনামূল্যে হাসপাতালেও নিয়ে যান তিনি।
মধ্যপ্রদেশের সাগার শহরে একজন হিন্দু ধর্মাবলম্বীর মরদেহ সৎকারে এগিয়ে আসে নি কেউ। শেষ পর্যন্ত মরদেহ বহন করে শ্মশানে নিয়ে যান কয়েকজন মুসলিম যুবক।
দেশের সংকট কালে নিঃস্বার্থভাবে মানুষের সহায়তায় এগিয়ে আসার এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে দেশজুড়ে।