শনিবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে বিষয়টি জানিয়েছে ভারতীয় হাইকমিশন। চিঠিতে বলা হয়েছে, কাঁচামাল সংকট ও অভ্যন্তরীণ চাহিদার কারণে টিকা সরবরাহে দেরি হচ্ছে।
ভ্যাকসিনের কাঁচামাল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে চিঠিতে আরো বলা হয়েছে, প্রধান রপ্তানিকারক দেশগুলো কাঁচামাল আটকে দেয়ায় সিরামের উৎপাদনে প্রভাব পড়েছে।
এর আগে, গত সপ্তাহে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়ে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে তথ্য চেয়েছিলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছর ১৩ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিলো। কিন্তু এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছিল।