দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে চলমান লকডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে। এরই মধ্যে আগামীকাল (রবিবার) থেকে দোকান-পাট খোলার নির্দেশনা দিয়েছে সরকার। মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদিকে, লকডাউন শিথিলের আভাস পেয়ে জীবিকার তাগিদে আবারো ঢাকামুখী হচ্ছে মানুষ।
লকডাউন শিথিল হওয়ার খবরে কর্মমূখী রাজধানী ফেরত মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ আজ শনিবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেরিতে পদ্মা পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছে। গণপরিবহণ বন্ধ থাকায় প্রাভেটকার, সিএনজি, মোটরসাইকেল করে প্রায় পাঁচ গুন বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ফিরছে তারা।
ঢাকামুখী কয়কজন যাত্রী বলেন, আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি তাদের কথা কেউ ভাবে না। কঠোর লকডাউনের খবরে গ্রামের বাড়ি গেলাম। আবার দোকানপাট খুলে দিবে সরকার তাই এখন আবার ঢাকায় যাচ্ছি। একদিকে গণপরিবহণ বন্ধ, আরেক দিকে আমাদের ঢাকায় যেতে হবে। তাই আমাদের কষ্টের কথা কেউ শুনবে না। একশত টাকার ভাড়া ৭০০ টাকা দিয়ে যাচ্ছি।
বিআইডব্লিউসিটি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. আবদুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কঠোর লকডাউনের শুরু থেকে শুধু মাত্র রোগীবাহী অ্যম্বুলেন্স ও জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে শপিংমল ও দোকানপাট খোলার খবরে লোকজন ঢাকা ফিরছে। এ কারণে ফেরিতে যানবাহনের পাশাপাশি শত শত লোকজন হুমড়ি খেয়ে ফেরিতে উঠছে।