নাটোরের চলনবিল ও হালতি বিল। যতদূর চোখ যায় শুধু মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালি ধান। সেই ধানে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। এবারে জেলায় সাড়ে চার লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষিবিভাগ।
ফলন অনেক ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। কঠোর বিধিনিষেধের কারণে দেখা দিয়েছে ধানাকাটা শ্রমিক সংকট। হাজার হাজার টন ধান ঘরে তোলা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য।
করোনা ভয় উপেক্ষা করে বিভিন্ন এলাকায় কৃষক আসলেও পথে পথে হয়রানির অভিযোগ করেছেন অনেকেই। তবে, অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, শ্রমিক সংকটের পাশাপাশি আবহাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। দেখা দিয়েছে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণও। সময়মত এই পোকা দমন করা না গেলে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।