ফকিরহাট কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে রবিবার সন্ধ্যায় চার শিশুসহ সন্দেহভাজন এক পাচারকারীকে আটক করে ৯৯৯ ফোন করেন স্থানীয় সচেতন জনতা। আটককৃত আজমল শেখ (২৬) খুলনা জেলার সদর থানার রেললাইন নিউ কলোনি এলাকার আলী আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজমল শেখ চার শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য মাইক্রো ঠিক করতে আসে। এসময় কাটাখালী বাসস্ট্যান্ডের জনৈক এক ব্যক্তি পাচারকারী আজমল শেখকে চিনতে পারে। বিষয়টি সে বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চার শিশুসহ তাকে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন করে জানায়।
পরবর্তীতে ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই অনুপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে চার শিশুসহ সন্দেহভাজন পাচারকারীকে আটক করে। এসময় আজমল শেখ বলেন, দুই বছর যাবৎ সে রেলস্টেশন থেকে শিশুদের চাকরি দেওয়ার কথা বলে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়।
উদ্ধারকৃত চার শিশুরা হলো- যশোর জেলার অভয়নগর থানার বিভাগদি গ্রামের আব্বাস দেওয়ানের ছেলে সোহান দেওয়ান (১৫), যশোর জেলার অভয়নগর থানার পোড়াখালী গ্রামের ছোট্ট মিস্ত্রীর ছেলে রিফাত শেখ (১৭), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মান্ডারপাড়া গ্রামের মৃত. শের আলী শেখের ছেলে ইলজামুল শেখ (১৪), চট্টগ্রাম জেলার অলংকার থানার খালপাড় এলাকার মৃত. রফিকুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন সাগর (১৪)।