আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রোববার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
সারাদেশে মার্কেট ও দোকান খোলা রাখতে খুচরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এ তথ্য জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গতকাল গণমাধ্যমকে বলেন, ‘দোকান মালিক সমিতিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০টি সংগঠনের দাবি হলো, এ রমজানে পণ্য বিক্রির সুযোগ দেওয়া হোক। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান খোলা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপদে আছেন। তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। কারণ গত বছর বৈশাখ ও দুই ঈদে ব্যবসা হয়নি। যেটুকু সময় মার্কেট ও দোকান খোলা ছিল সে সময়টুকুতে বাঁচাকেনা তেমন ছিল না।’